মডেম কি, কিভাবে কাজ করে, কত প্রকার

আজকের প্রবন্ধে মডেম কি, মডেম এর কাজ কি, কিভাবে মডেম কাজ করে, মডেম কত প্রকার এবং মডেম এর মূল্য নিয়ে আলোচনা করব।

ইন্টারনেট ব্যবহার করে না এমন ব্যক্তি খোঁজে পাওয়া বর্তমান সময়ে অনেক কষ্টকর হয়ে যাবে। সময়ের ধারাবাহিকতায় সবকিছুই পরিবর্তন হয়ে আসছে। আর এই আধুনিক বিশ্বের সাথে মানুষ তাল মিলিয়ে চলার একমাত্র মাধ্যম হচ্ছে ইন্টারনেট।

তবে ইন্টারনেট এর মাধ্যমে যুক্ত হয়ে বিশ্বের সাথে তাল মিলাতে দরকার প্রয়োজনীয় হার্ডওয়্যার যন্ত্রপাতি। ডিভাইসের পার্থক্য বেদে এগুলো বিভিন্ন টাইপের হতে পারে। তার মধ্যে থেকে আজকে মডেম সম্পর্কে জানাব। ইন্টারনেট ব্যবহার করবেন অথচ মডেম সম্পর্কে জানবেন না, সেটা কি করে হয়! তাহলে চলুন জেনে নেই মডেম কি?

মডেম কি

মডেম হচ্ছে একটি হার্ডওয়্যার নেটওয়ার্ক ডিভাইস। যা ডিজিটাল সিগনালকে এনালগ এবং এনালগ সিগনালকে ডিজিটাল সিগনালে কনভার্ট করতে সাহায্য করে। কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইল এই ধরণের ডিভাইসে মডেম ব্যবহার করে ইন্টারনেট এর সাথে যুক্ত হওয়া যায়।

মডেম কি, কিভাবে কাজ করে, কত প্রকার
আধুনিকতার ছোয়াকে কেন্দ্র করে মডেম এর চাহিদা অনেকাংশে কমে যাচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে এর চাহিদা থাকলেও অন্যত্র জায়গাতে মডেম ব্যবহার কারী খুবই দুর্লভ। ওয়াইফাই এর আগমন চলে আসার পর থেকে মডেম ব্যবহার করা কমিয়ে দিয়েছে ব্যবহার কারীরা।

মডেম কি ও মডেম এর কাজ কি

মডেম কি এটা সম্পর্কে ইতি মধ্যেই জেনেছেন, এখন বলব মডেম এর কাজ কি? যেহেতু মডেম ডিজিটাল সিগনালকে এনালগ এবং এনালগ সিগনালকে ডিজিটাল সিগনালে কনভার্ট করে থাকে। সেক্ষত্রে আপনার জানা দরকার ডিজিটাল সিগনাল এবং এনালগ সিগনাল এর মানে টা কি? ডিজিটাল সিগনাল এবং এনালগ সিগনাল হচ্ছে ডাটা ট্র্যান্সফার হওয়ার মাধ্যম। চলুন বিস্তারিত জানি।

ডিজিটাল সিগনালঃ বিট এর মাধ্যমে ডাটা ট্র্যান্সফার হওয়ার মাধ্যমকে ডিজিটাল সিগনাল বলা হয়। যেমন কম্পিউটারের সকল কাজ বাইনারির মাধ্যমে সম্পন্ন করা হয়। আর বাইনারির একক কে বিট বলা হয়। আমরা কম্পিউটারে যা ইনপুট করি সেটা কম্পিউটার বুঝতে পারে না। কারণ কম্পিউটার বোধগম্য ভাষা হচ্ছে বাইনারি। তাই আমরা যা কিছু ইনপুট করি সেটা বাইনারিতে কনভার্ট করার মাধ্যমে কম্পিউটার কাজ সম্পাদন করে থাকে।
এনালগ সিগনালঃ ফ্রিকোয়েন্সি আকারে ডাটা ট্রান্সফার হওয়ার মাধ্যমকে এনালগ সিগনাল বলা হয়। কথা বলার মাধ্যমটিকে যদি উদাহরণ হিসেবে ধরি তাহলে এটাকে এনালগ সিগনাল বলা যায়। কারণ এটা ডিজিটাল সিগনাল অর্থাৎ বিট আকারে ট্র্যান্সফার হয় না। ফ্রিকোয়েন্সি অনুসারে ট্রান্সফার হওয়ার কারণে মোবাইলে কথা বলার মাধ্যমটিকে এনালগ সিগনাল বলা হয়।

মডেম কিভাবে কাজ করে

এনালগ সিগনাল এবং ডিজিটাল সিগনাল এর মাধ্যমেই মডেম কাজ করে। আমরা ইতিমধ্যেই ডিজিটাল সিগনাল এবং এনালগ সিগনাল নিয়ে আলোচনা করেছি। আশা করি মডেম কিভাবে কাজ করে এই বিষয়টি সকলের বোধগম্য হওয়ার কথা।

মডেম কত প্রকার

মডেম ২ প্রকার হয়ে থাকে। নিচে সেগুলো উল্লেখ করা হলঃ
  • Internal Modem (ইন্টারনাল মডেম)
  • External Modem (এক্সটার্নাল মডেম)

Internal Modem (ইন্টারনাল মডেম)

কম্পিউটারের অভ্যন্তরে ইন্টারনাল মডেম সেটআপ করা হয়। কম্পিউটারের মাদার বোর্ডের মধ্যে এটা থাকে। যা ইন্টারনেট এর সাথে যুক্ত হতে সাহায্য করে থাকে।

External Modem (এক্সটার্নাল মডেম)

ইন্টারনাল মডেম এর সম্পূর্ণ বিপরীত। এটা কম্পিউটারের বাহিরে সংযুক্ত করা হয়। USB পোর্টের মধ্যে এর সংযোগ লাইন ব্যাবহার করতে হয়।

মডেম এর মূল্য

বর্তমান বাজারে ব্র্যান্ড এবং কোয়ালিটির উপর নির্ভর করে মডেম এর মূল্য নিধারণ করা হয়। তাই এইভাবে মডেম এর মূল্য বলা ঠিক হবে না। তবে ব্র্যান্ড এবং কোয়ালিটির উপর নির্ভর করে মডেম এর মূল্য কম বেশি হবে এটাই স্বাভাবিক।

শেষ কথাঃ মডেম কি

আশা করি মডেম কি, মডেম এর কাজ কি, কিভাবে মডেম কাজ করে, মডেম কত প্রকার এবং মডেম এর মূল্য সম্পর্কে ক্ষুদ্র জ্ঞান প্রকাশ করে উপকৃত করতে পেরেছি। যদি কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

ধন্যবাদ-সকলকে!
Next Post Previous Post