পেওনিয়ার থেকে রকেট এ টাকা । পেওনিয়ার থেকে ব্যাংকে এ টাকা
আজকের প্রবন্ধে আলোচনা করব পেওনিয়ার এ কিভাবে ব্যাংক একাউন্ট যুক্ত করবেন, পেওনিয়ার থেকে কিভাবে রকেটে টাকা নিবেন। পেওনিয়ার থেকে ব্যাংক এ টাকা আনার নিয়ম।
পেওনিয়ার হচ্ছে বর্তমান সময়ের জন্য একটি জনপ্রিয় পেমেন্ট গেটওয়ে। পেওনিয়ার এর মাধ্যমে বাংলাদেশি ফ্রিলান্সাররা বিশ্বব্যাপী লেনদেন করে থাকে। বাংলাদেশি ব্যাংক গুলো পেওনিয়ার এর সাথে যুক্ত করে ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায়।
পেওনিয়ার যেহেতু BDT সাপোর্ট করে না। সে জন্য পেওনিয়ার এর ব্যাল্যান্স বাংলাদেশে আনতে বাংলাদেশি লোকাল ব্যাংক এর সাহায্য নিতে হয়। পেওনিয়ার এ আপনি যে কোনও ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন।তবে যে সকল ব্যাংক গুলো অনলাইন ভিত্তিক সেই ব্যাংক গুলোর মাধ্যমে পেওনিয়ার থেকে টাকা আনতে পারবেন। কয়েকটি ব্যাংকের নাম নিচে বলে দিচ্ছি।
অনলাইন সাপোর্টেট ব্যাংক এর নাম
- ডাচ বাংলা ব্যাংক লিমিটেড বা রকেট
- ইসলামী ব্যাংক লিমিটেড
- ব্র্যাক ব্যাংক লিমিটেড
- অগ্রণী ব্যাংক লিমিটেড
- আল-আরাফা ব্যাংক লিমিটেড
- বাংলাদেশ কৃষি ব্যাংক
- যমুনা ব্যাংক
- জনতা ব্যাংক
আরও অনেক ব্যাংক রয়েছে যেগুলো অনলাইন সাপোর্টে-ট। আপনি চাইলে এই ব্যাংক গুলো পেওনিয়ার এর সাথে যুক্ত করে লেনদেন করতে পারেন।
পেওনিয়ার এ ব্যাংক একাউন্ট যুক্ত করার নিয়ম
পেওনিয়ার এর সাথে আপনি অনলাইন ভিত্তিক সকল ব্যাংক গুলো একই নিয়মে যুক্ত করতে পারবেন।তাই আজকে পেওনিয়ার এ রকেট (ডাচ বাংলা ব্যাংক) যুক্ত করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
একটি পেওনিয়ার অ্যাকাউন্টে একসাথে ৩টি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা যাবে। ৩ টি ব্যাংক একাউন্ট এর অধিক একাউন্ট যুক্ত করা যায় না, হ্যাঁ! চাইলে একটি ডিলিট করে অন্য ব্যাংক একাউন্ট যুক্ত করতে পারবেন। তবে মনে রাখবেন পেওনিয়ার এ যে কোন ব্যাংক একাউন্ট যুক্ত করার নিয়ম কিন্তু একই।
স্টেপ ০১ঃ পেওনিয়ার এর সাথে রকেট একাউন্ট যুক্ত করতে হলে প্রথমে পেওনিয়ার একাউন্ট লগ ইন করুন। পেওনিয়ার একাউন্ট লগ ইন করার পর
- সেটিংস অপশন এ ক্লিক করুন
- সেটিংস এ ক্লিক করার পর ব্যাংক অ্যাকাউন্ট অপশন এ ক্লিক করুন।
স্টেপ ০২ঃ ব্যাংক অ্যাকাউন্ট এ ক্লিক করার পর দুটি অপশন দেখতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রয়াল এবং রেসিফিয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট
- ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রয়াল অপশন সিলেক্ট করুন
স্টেপ ০৩ঃ যদি পূর্বে কোনও ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে সেগুলো দেখতে পারবেন।
- তারপর অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন
স্টেপ ০৪ঃ এ পর্যায়ে আপনাকে ব্যাংক ডি-টেইলস যুক্ত করতে হবে
- ব্যাংক অ্যাকাউন্ট ব্যক্তি গত হলে Individual এবং বিজনেস রিলেটেড হলে Business অপশন সিলেক্ট করুন
- আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে দেশের সেটা সিলেক্ট করুন।
- ব্যাংক অ্যাকাউন্টের কারেন্সি কি সেটা উল্লেখ করে দিতে হবে।
স্টেপ ০৫ঃ এই পর্যায়ে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিতে হবে
- যে ব্যাংক অ্যাড করতে চান সেটি সিলেক্ট করুন
- ব্যাংক অ্যাকাউন্ট যে ব্রাঞ্চে তৈরি করেছেন সেই ব্রাঞ্চের নাম লিখুন
- যার নামে অ্যাকাউন্ট সেই ব্যক্তির নাম লিখুন আ
- আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিন। (সঠিক ভাবে)
স্টেপ ০৬ঃ এর পর কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট ডি-টেইলস এ ঠিক মার্ক দিয়ে Next বাটনে ক্লিক করুন।
যদিও এখানে আলোচনা করা হয়েছে কিভাবে পেওনিয়ার এ রকেট বা ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন। এই উপায়েই কিন্তু আপনি পেওনিয়ার এ ইসলামী ব্যাংক যুক্ত করতে পারবেন। মোট কথা হচ্ছে এই উপায়ে পেওনিয়ার এ সকল ব্যাংক অ্যাড করতে পারবেন।
এখন আলোচনা করব পেওনিয়ার থেকে কিভাবে ব্যাংকে টাকা আনবেন।
পেওনিয়ার থেকে ব্যাংকে টাকা আনার নিয়ম
- পেওনিয়ার এর ব্যাল্যান্স উইথ-ড্র করার জন্য উইথ-ড্র অপশন থেকে উইথ-ড্র ট ব্যাংক এ ক্লিক করুন।
- এরপর Withdrawal details পেইজ দেখতে পাবেন।
- আপনার ব্যাল্যান্সের টাইপ নির্ধারণ করুন।
- একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে যে ব্যাংকে নিবেন সেটা সিলেক্ট করুন
- উইথড্রয়াল অ্যাকাউন্ট দিন
- আপনার টাকা কিসের তার উপর একটা ছোট বর্ণনা দিয়ে দিন।
- সবশেষে Review বাটনে ক্লিক করুন।
তারপর আপনার Withdrawal Request টি পেওনিয়ার চেক করবে। চেক করার পর যখন গ্রহণ করবে তখন যে ইমেইলে পেওনিয়ার একাউন্ট তৈরি করেছিলেন সেই ইমেইলে একটি মেইল করা হবে পেওনিয়ার থেকে এবং সেই মেইলে Withdrawal সকল তথ্য দেওয়া থাকবে।
পেওনিয়ার টাকা ব্যাংকে আসতে কত দিন সময় লাগে
পেওনিয়ার এ টাকা উইথ-ড্র দেওয়ার পর তারা সেটা রিভিউ করে। রিভিউ করা শেষ হলে আপনার একাউন্টে ট্র্যান্সফার করে দেয় এবং সাথে সাথে আপনার মেইলে একটি মেইল করবে কত দিন সময় লাগবে টাকা আসতে।
তবে ২-৩ দিন এর মধ্যে ব্যাংকে টাকা চলে আসে। যদি টাকা না আসে তাহলে ৫ দিন অপেক্ষা করতে হবে। এর ভিতরে না আসলে পেওনিয়ার এর কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলতে হবে।