পেওনিয়ার থেকে বিকাশ এ টাকা আনার করার নিয়ম
আজকের প্রবন্ধের মাধ্যমে আলোচনা করব কিভাবে বিকাশে পেওনিয়ার একাউন্ট যুক্ত করতে হয় এবং পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম।
বাংলাদেশে ফ্রিলান্সারদের সংখ্যা অধিকতর বেড়েই চলছে। সবাই চাই ফ্রিলান্সিং করে একটা হ্যান্ড-সাম এমাউন্ট আয় করতে। কিন্তু আয় করার পর একটা এই সমস্যাটি সবাইকেই কম বেশি মোকাবিলা করতে হয়। সেটা হচ্ছে টাকা হাতে পাওয়া।
সাধারণত মার্কেট প্লেসের টাকা পেওনিয়ার এবং ব্যাংক এর মাধ্যমেই নেওয়া হয়। আবার পেওনিয়ার এর টাকা বাংলাদেশি ব্যাংকে ট্রান্সফার করতে হয়। তবে যাদের ব্যাংক একাউন্ট নেই তাদের জন্য অনেকটা অসুবিধা ভোগ করতে হয়। আর এই অসুবিধা সুবিধায় রূপান্তর করতে চলে এল বিকাশ।
পেজ সূচীপত্রঃ পেওনিয়ার থেকে বিকাশ এ টাকা আনার করার নিয়ম
পেওনিয়ার ও বিকাশ এর চুক্তিবদ্ধতা
পেওনিয়ার হচ্ছে আমেরিকান আর্থিক সেবা প্রদান কারী একটি প্রতিষ্ঠান। অনলাইনে সকল প্রকার লেনদেন এবং ডিজিটাল পরিষেবা দিয়ে থাকে। পেওনিয়ার ও বিকাশ চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে বিকাশে রেমিট্যান্স নামক একটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে। তাছাড়া পেওনিয়ার থেকে বিকাশ এ টাকা আনার ফিচারটি আসার পর বিকাশে একটি অফার চালু করা হয়েছে। যা সীমিত সময়ের জন্য চলবে।
বিকাশ সবসময় গ্রাহকের সুবিধার কথা চিন্তা করে নিত্য নতুন ফিচার নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় ফ্রিলান্সারদের জন্যও কিন্তু পেওনিয়ার থেকে বিকাশ এ টাকা আনার একটা বড় সুযোগ করে দিয়েছে। যেহেতু সবাই বিকাশ ব্যাবহার করে, তাই সবার জন্যই এটি খুশির সংবাদ। তাছাড়া পেওনিয়ার থেকে বিকাশে টাকা সবচেয়ে সুবিধা হচ্ছে এটি অতি দ্রুত চলে আসে।
পেওনিয়ার একাউন্ট বিকাশে এড করার নিয়ম
পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনতে হলে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার মোবাইলে ব্যাবহার করা বিকাশ অ্যাপ কি পুরাতন ভার্সনের নাকি আপডেট ভার্সনের। যদি পুরাতন ভার্সনের হয়ে থাকে তাহলে পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার অপশন পাবেন না।
এইজন্য প্রথমেই আপনাকে আপনার বিকাশ অ্যাপ আপডেট করে নিতে হবে। বিকাশ অ্যাপ আপডেট করার জন্য গুগল প্লে স্টোর এ গিয়ে Bkash লিখে সার্চ করলে বিকাশ অ্যাপ পেয়ে যাবেন।
- প্রথমেই বিকাশ অ্যাপ ওপেন করবেন।
- তারপর More অপশনে ক্লিক করতে হবে।
- More অপশনে ক্লিক করলে বিকাশ এর ফিচার গুলো দেখতে পারবেন। বিকাশ এর ফিচার গুলোর মধ্যে একদম নিচে দেখবেন রেমিট্যান্স নামে একটি ফিচার যুক্ত করা হয়েছে। এই রেমিট্যান্স অপশনে ক্লিক করবেন।
- রেমিট্যান্স অপশনে ক্লিক করার পর পেওনিয়ার নামে একটি অপশন পাবেন এবং সেটাতে ক্লিক করবেন।
- তারপর পেওনিয়ার কর্তৃক পরিচালিত একটি পেইজে নিয়ে আসা হবে। সেখানে পেওনিয়ার এর লগ ইন অপশন এবং পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করার অপশন পেয়ে যাবেন।
- যদি পেওনিয়ার অ্যাকাউন্ট নতুন করে তৈরি করতে চান তাহলে “পেওনিয়ার একাউন্ট খুলুন” নামে একটি অপশন পাবেন।
- আর যদি পূর্বে একাউন্ট থাকে তাহলে “আপনার পেওনিয়ার একাউন্ট লিংক করুন” এই অপশনে ক্লিক করুন।
- তারপর আপনার পেওনিয়ার একাউন্ট এর ইমেইল অথবা ইজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
- পেওনিয়ার এর সাথে বিকাশ অ্যাকাউন্ট লিংক হয়ে গেলে ইমেইলে কনফার্ম মেইল পাবেন।
বিকাশ একাউন্টে আপনার পেওনিয়ার একাউন্ট লিংক করা হয়ে গেলে পেওনিয়ার থেকে বিকাশ এ টাকা আনতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
পেওনিয়ার থেকে বিকাশ এ টাকা আনার করার নিয়ম
- পেওনিয়ার থেকে বিকাশ এ টাকা আনার জন্য প্রথমে বিকাশ এ লগইন করুন
- তারপর More অপশন থেকে রেমিট্যান্স অপশন সিলেক্ট করুন
- তারপর পেওনিয়ার অপশন সিলেক্ট করুন
- তারপর আপনার পেওনিয়ার একাউন্টে কত USD আছে সেটা দেখতে পাবেন
- বিকাশে টাকা আনতে যে কারেন্সিতে থেকে টাকা আনবেন সেটা সিলেক্ট করুন
- তারপর ব্যালেন্সের পরিমাণ দিয়ে Next অপশন এ ক্লিক করুন
- এরপর বিকাশে টাকা আনার সকল তথ্য দেখতে পারবেন। যদি ঠিক থাকে তাহলে Next অপশন এ ক্লিক করুন
- তারপর আপনার মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড চলে আসেবে সেটা দিয়ে Verify এ ক্লিক করুন
- এরপর পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার রিকোয়েস্ট চলে যাবে এবং কিছুক্ষণের মধ্যে টাকা ট্র্যান্সফার হয়ে যাবে।
পেওনিয়ার থেকে বিকাশ-এ টাকা উত্তোলন করার লিমিট
প্রতিটি ব্যাংকিং সিস্টেমে লেনদেন করার একটি লিমিটেশন থাকে। তেমনি পেওনিয়ার থেকে বিকাশ এ টাকা আনার একটি লিমিটেশন জারি করা হয়েছে। ব্যবহারকারী হিসেবে পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার লিমিটেশন জানা জরুরী।
- প্রতিদিন সর্বোচ্চ ট্রানজেকশন ১০ বার
- প্রতিদিন সর্বনিন্ম উইথড্র ১০০০ টাকা এবং সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা
- প্রতিমাসে সর্বোচ্চ ট্রানজেকশন ৫০ বার
- প্রতিমাসে ট্রানজেকশনে এমাউন্ট ৪,৫০,০০০ টাকা
পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার সুবিধা
- পেওনিয়ার থেকে বিকাশ-এ টাকা উত্তোলনের পর গ্রাহকরা পাবেন রিওয়ার্ড পয়েন্ট। (সীমিত সময়ের জন্য)
- পেওনিয়ার থেকে বিকাশ এ টাকা আনার সর্বনিম্ন লিমিট ১,০০০ টাকা।
- অতি দ্রুত টাকা পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু ব্যাংকে টাকা আসতে লাগে ২-৩ দিন
পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার অসুবিধা
তুলনা মূলক ভাবে যদি বলি তাহলে তেমন কোনও সুযোগ আমরা পাব না বিকাশ থেকে। যেখানে ব্যাংকের মাধ্যমে টাকা হাতে আসতে কোনও টাকা খরচ হয় না। আর সে জায়গায় বিকাশ এ টাকা আসলে সেটা হাতে পেতে মোটা মোটি ভালো খরচ হয়ে যাবে। যদি অল্প টাকা হয় তাহলে কোনও ব্যাপার না। কিন্তু বড় এমাউন্টের টাকা হলে ভালো খরচ পরবে ক্যাশ আউট করতে।
পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার শর্তাবলী
যেহেতু ব্র্যাক ব্যাংক পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার সুযোগ করে দিয়েছে। সেক্ষেত্রে তাদের সকল নিয়ম নীতি তাদের মেইন অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত বলা আছে। তাছাড়া বিকাশ একটি অফার চালু করেছে। তাই বিকাশ এর মেইন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার শর্তাবলী এবং তাদের অফার এর শর্তাবলী দেখে আসতে পারেন।
পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার কিছু প্রশ্ন উত্তর
- প্রশ্ন: সকল বিকাশ গ্রাহকই কি এই সার্ভিসটি ব্যবহার করতে পারবে?
- উত্তর: যাদের বিকাশ একাউন্ট সচল এবং ট্রাস্ট লেভেল-৩ উপরে তারা ব্যাবহার করতে পারবেন
- প্রশ্ন: বিকাশ অ্যাপের মাধ্যমে কি পেওনিয়ার একাউন্ট খুলা যাবে?
- উত্তর: হ্যাঁ, পেওনিয়ার একাউন্ট বিকাশ অ্যাপের মাধ্যমে খুলতে পারবেন।
- প্রশ্ন: কোনও ব্যাংক একাউন্ট ছাড়া কি পেওনিয়ার একাউন্ট রেজিস্ট্রেশন করা যাবে?
- উত্তর: বিকাশ অ্যাপের মাধ্যমে পেওনিয়ার একাউন্টে খুলতে ব্যাংক একাউন্টের তথ্য প্রদানের বিষয়টি ঐচ্ছিক। আপনি চাইলে আপনার ব্যাংক একাউন্টের তথ্য প্রদান করতে পারবেন, যদিও বিকাশ-এ লেনদেনের ক্ষেত্রে ব্যাংক একাউন্টের কোনও তথ্য প্রয়োজন হয় না।
- প্রশ্ন: একটি বিকাশ একাউন্টের সাথে কতগুলি পেওনিয়ার একাউন্ট লিংক করা যাবে?
- উত্তর: একটি বিকাশ একাউন্টের মাধ্যমে একটি মাত্র পেওনিয়ার একাউন্ট ব্যাবহার করতে পারবেন।
- প্রশ্ন: বিকাশ একাউন্টের মোবাইল নম্বর এবং আমার পেওনিয়ার নিবন্ধিত মোবাইল নম্বর কি এক হতে হবে?
- উত্তর: না! আপনি দুই একাউন্টে দুটি ভিন্ন নাম্বার ব্যাবহার করতে পারবেন।
- প্রশ্ন: বিকাশ একাউন্টের সাথে যেকোনো পেওনিয়ার একাউন্ট লিংক করা যাবে?
- উত্তর: শুধুমাত্র আপনার নামে নিবন্ধিত পেওনিয়ার একাউন্ট এবং বিকাশ একাউন্ট লিংক করতে পারবেন।