মিটআপ আইটি
https://www.meetupit.com/2022/03/use-of-computer.html
কম্পিউটারের ব্যবহার - কোন কাজে কম্পিউটার ব্যবহার করবেন
কম্পিউটার শিক্ষা ফ্রি কোর্সের ২য় ক্লাসে কম্পিউটারের ব্যবহার নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোন কোন কাজে কম্পিউটার ব্যবহার করবেন সেই সংশ্লিষ্ট বিষয় সমূহ তুলে ধরব।
জীবন যাত্রার মান উন্নয়নে কম্পিউটার সর্বত্র জায়গায় বিরাজ করছে। অথচ দেখেন আজকে আলোচনা করতে বসেছি কম্পিউটারের ব্যবহার নিয়ে। যেখানো আলোচনা করার দরকার ছিলো কোথায় কম্পিউটার ব্যবহার হয় না। কারণ কম্পিউটার ব্যবহার না করার জায়গার লিস্ট তৈরি করা সম্ভব। কিন্তু কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্র সমূহকে উল্লেখ করা সময় সাপেক্ষ।
তবে একজন নতুন কম্পিউটার ব্যবহার কারী হিসেবে এর ব্যবহার যোগ্য স্থান সমূহ সম্পর্কে না জানাটাই স্বাভাবিক। তবে নতুন হিসেবে কম্পিউটার ব্যবহার করার স্থান সমূহ যদি জানতে পারেন তাহলে আমি মনে করি, একটু বেশিই কনফিডেন্স পাবেন। তাই সচারচর ব্যবহার এবং বর্তমানের জনপ্রিয় বিষয় গুলো আপনাদের সামনে তুলে ধরব।
পেইজ সূচিপত্রঃ কম্পিউটারের ব্যবহার
অফিসে কম্পিউটারের ব্যবহার
বর্তমান সময়ে একটি অফিসের প্রায় সকল কাজ গুলো কম্পিউটার দ্বারা নিয়ত্রিত। আর কম্পিউটার নিয়ত্রিত কাজের ধরণ বিভিন্ন রকমের হয়। লিখা-লিখি এবং হিসাব রক্ষণাবেক্ষণ কাজে সবথেকে কম্পিউটারের অবদান বেশি। কারণ লিখা-লিখির কাজ গুলো হয়তো একজন মানুষের মাধ্যমে করে ফেলা সম্ভব কিন্তু একটি বড় অফিসের হিসাব রক্ষণাবেক্ষণ মানুষের পক্ষে সম্ভব হয়ে উঠবে না-যদি হয়ে উঠে সেটা হবে ভুলের পরিক্রমায়।
প্রয়োজনীয় ইমেইল পাঠানো, বিজ্ঞপ্তি তৈরি করা, ফাইল সংরক্ষণ করা একটি অফিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া হিসাব নিকাশ করা অর্থাৎ প্রতিদিনের কাজের রিপোর্ট (তথা আয় ব্যায়) তৈরি করা খুবই উল্লেখ্য বিষয়। আর এই সকল কাজ গুলো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এর মাধ্যমে করতে হয়। তাই বলা যায় অফিসের কাজে কম্পিউটার ব্যবহার কতটা ভূমিকা পালন করে।
শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার
শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের অবদানের কথা যদি বলি তাহলে কভিড-১৯ হচ্ছে অন্যতম উদাহরণ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর যখন অনলাইনের মাধ্যমে ক্লাস কার্যক্রম শুরু হয় তখন কম্পিউটারের চাহিদা বেড়ে ছিল ব্যাপক হারে। সকল শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছিল আলোড়ন।
সামর্থ্য অনুযায়ী কেউ ক্রয় করেছে কম্পিউটার, আবার কেউ স্মার্ট-ফোন। তবে দুঃখ জনক বিষয় হচ্ছে এটাই যে, অনলাইনে ক্লাস কারার অজুহাতে অসংখ্য শিক্ষার্থী স্মার্ট-ফোন কিনে ফেলেছে। থাক পারিবারিক সমস্যা কিংবা আর্থিক সমস্যা, অজুহাতটা ছিল প্রধান। যাই হোক এই প্রসঙ্গ বাদ দেই।মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়া, পরীক্ষার ফলাফল, ছাত্র-ছাত্রীদের বেতন শীট ইত্যাদি কাজে কম্পিউটারের ব্যবহার বিদ্যমান।
চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার
আধুনিক চিকিৎসার ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের কোন বিকল্প নেই। ডিজিটাল এক্সরে, আল্টান্সোগ্রাফ, ভিডিও এন্ডোস্কপি, ইসিজি, প্যাথলজি, ইকো কার্ডিওগ্রাম, ইকো কার্ডিওগ্রাফি, স্পাইরাল সিটি স্ক্যান ইত্যাদি ক্ষেত্রগুলোতে কম্পিউটারের ব্যবহার বিদ্যমান।
প্রতিটি রোগ থেকে নিরাময় পাওয়ার জন্য প্রথমে দরকার রোগ সনাক্ত করা। যদি রোগই সনাক্ত করতে না পারা যায় তাহলে তার চিকিৎসা করার কোন প্রশ্নই আসে না। আর এই রোগ সনাক্ত করণে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে কম্পিউটার। কম্পিউটারাইজড ব্যবস্থাপনার ফলে জঠিল রোগ গুলো খুব সহজেই সনাক্ত করা যায় বলে দ্রুত চিকিৎসা করার ব্যবস্থাপনা গ্রহণ করা যায়।
ব্যাংক সিস্টেমে কম্পিউটারের ব্যবহার
আধুনিক বিশ্বে ব্যাংকিং সিস্টেমে কম্পিউটারের ব্যাবহার নেই এমন এখন পর্যন্ত নেই বললেই চলে। কারণ সম্পূর্ণ ব্যাংকিং সিস্টেমটাই নির্ভর করে কম্পিউটারের উপর। তাছাড়া সকল ব্যাংক গুলোই এখন অনলাইন ভিত্তিক সেবা প্রদান করে আসছে।
যদিও পূর্বকালীন সময়ে ব্যাংকিং সিস্টেম বর্তমান সময়ের মতো ছিল না। তখনকার সময়ে লেনদেন করতে অনেক সময় ব্যায় করতে হতো। কিন্তু আধুনিকতার ছোয়ার ফলে এমন একটি পর্যায় চলে এসেছে যে ঘরে বসেই আপনি তা পরিচালনা করতে পারবেন। আর এটা কিন্তু কম্পিউটারের মাধ্যমেই নিয়ন্ত্রন করতে হয়।
সংবাদ প্রচারে কম্পিউটারের ব্যবহার
সংবাদ শব্দটি শুনতেই পত্রিকার কথা মনে পড়ে যায়। কারণ সকলেই এটার সাথে পরিচিত। পত্রিকায় যে নিউজ গুলো প্রকাশ করা হয় সেগুলোও কম্পিউটারের মাধ্যমে লিখতে হয়। কিন্তু সময়ের বিবর্তনের ফলে এই পত্রিকার জনপ্রিয়তা অনেকাংশেই কমে গিয়ে জনপ্রিয়তার শীর্ষের পৌঁছাচ্ছে অনলাইন পত্রিকা গুলো।
কারণ সকলের হাতে হাতে রয়েছে স্মার্ট-ফোন। ছোট থেকে বড় সকলেই এটা ব্যবহার করে সারা বিশ্বের সাথে সংযুক্ত রয়েছে। গ্রহণ করছে বিভিন্ন সেবা এবং বাড়িয়ে তুলছে জ্ঞানের পরিধি। আর এই সকল কার্যক্রমের নিয়ন্ত্রিত মাধ্যমটি হচ্ছে কম্পিউটার।
ফ্রিল্যান্সিং এ কম্পিউটারের ব্যবহার
ফ্রিল্যান্সিং হচ্ছে বর্তমান সময়ে একটি জনপ্রিয় আয় করার অনলাইন মাধ্যম। বিভিন্ন কাজের উপর দক্ষতা অর্জন করে সার্ভিস সেল করার মাধ্যমে আয় করছে বিপুল পরিমাণ অর্থ। যা সম্ভব হয়েছে শুধু কম্পিউটারের কারণে।
একটি বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে হলে প্রথমে যা দরকার সেটা হচ্ছে একটি কম্পিউটার ডিভাইস। তারপর সেই টপিকের উপর জ্ঞান বাড়াতে বিভিন্ন জায়গা থেকে তথ্য রিসোর্স করতে হবে। তাই বলা যায় ফ্রিল্যান্সিং করতে এবং শিখতে কম্পিউটারের কোন বিকল্প নেই।
বিনোদনের জন্য কম্পিউটারের ব্যবহার
বিনোদনের ক্ষেত্রে কম্পিউটারের কোন তুলনা হয় না। প্রয়োজনের তাগিদে প্রতিটি মানুষ নিজেকে বিসর্জন দিয়ে থাকে। কিন্তু দিন শেষে তার একটা রিফ্রেসমেন্ট দরকার। আর এটা বিভিন্ন ভাবে তারা পূরণ করে থাকে। কেউ ইসলামিক সঙ্গিত, মাহফিলের বক্তব্য, গান, মুভি, কার্টুন ভিডিও ইত্যাদির মাধ্যেম তাদের ক্লান্তি দূর করে থাকে। তাছাড়া সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে কম্পিউটারে ভিডিও গেম খেলা। যা প্রত্যেকের পছন্দনীয় একটি বিষয়।
বৈজ্ঞানিক গবেষণায় কম্পিউটারের ব্যবহার
মানুষের চিন্তা বা গবেষণার মাধ্যমে নতুন কিছু আবিষ্কারের সুচনা হয়। আর এই প্রতিটি আবিষ্কারের মাধ্যমে ২টি। যথাঃ- চিন্তা বা গবেষণা এবং ব্যবহারিক কার্যকলাপ। এই দুইটি মাধ্যম থেকে গবেষণার প্রক্রিয়াকে সম্পূর্ণ অংশে দখল করে নিয়েছে কম্পিউটার। কারণ গবেষণা করতে হলে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ এবং সবশেষে প্রদর্শন করতে হয়। যা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই করা যায়। তাই বৈজ্ঞানিক গবেষণায় কম্পিউটারের ভূমিকাও অপরিসীম।
কৃষি ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার
কৃষি ক্ষেত্রে অভিজ্ঞতার গুরুত্বকে উপেক্ষা করে আবির্ভাব হয়েছে তথ্য প্রযুক্রির। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি হওয়ার ফলে কৃষকের লক্ষ্য ফলস্বরূপ হিসেবে প্রকাশ পায়। যেখানে অভিজ্ঞতার উপর নির্ভর করে সঠিক ভাবে চাহিদাই পূরণ হত না। এই সব কিছু হয়েছে তথ্য প্রযুক্তির জন্য। আর তথ্য প্রযুক্তির সকল বিষয়াদি নিয়ন্ত্রিত হয় কম্পিউটারের মাধ্যমে।
পূর্বেই বলেছি কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্র সমূহকে ব্যাখ্যা করে শেষ করা যাবে না। তাই অল্প কয়েকটি বিষয় আলোচনা করেছি শুধু ধারণা দেওয়ার জন্য। নিচে ব্যাখ্যা ব্যাতীত কম্পিউটার ব্যবহার করার আরো কয়েকটি স্থান উল্লেখ করছি।
- আবহাওয়ার পূর্বাভাসে কম্পিউটার ব্যবহার
- ট্রাভেল ট্রান্সপোর্ট ব্যবস্থায় কম্পিউটার ব্যবহার
- ব্যবসার ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার
- কল-খারনায় কম্পিউটার ব্যবহার
- প্রকাশনায় কম্পিউটারের ব্যবহার
- টেলি-কমিউনিকেশন ব্যবস্থায় কম্পিউটারের ব্যবহার
- মহাকাশ গবেষণায় ব্যবহার
- প্রতিরক্ষার কাজে কম্পিউটারের ব্যবহার
দৈনন্দিন জীবনে কম্পিউটারের ব্যবহারের উপকারিতা
আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটার ব্যবহার করার ব্যাপক সুবিধা এবং উপকারিতা রয়েছে। যার ফলে আমাদের জীবনের প্রায় সবকিছুতে পরিবর্তন এনে দিয়েছে। ফলে জীবন দ্বারা হয়েছে সহজতর। নিচে দৈনন্দিন জীবনে কম্পিউটারের ব্যবহারের কয়েকটি উপকারিতা দেওয়া হল।
- যে কোন বিষয়ের উপর সহজে জ্ঞান গ্রহণ করা
- অতি দ্রুত যোগাযোগ ব্যবস্থা
- অফিসের কাজ বাসায় বসে করা
- ঘরে বসে আয় করার সুযোগ
- অনলাইনে পণ্য অর্ডার করার সুযোগ
- ডাক্তারের পরামর্শ নেওয়া
- ট্রেইন এবং বিমান এর টিকিট ক্রয় করা
সারমর্মঃ আজকে কম্পিউটার শিক্ষা ফ্রি কোর্সের ২য় ক্লাসে কম্পিউটারের ব্যবহার করার অল্প সংখ্যক ক্ষেত্র সমূহ আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আজকের ক্লাসটি কম্পিউটার ব্যবহার করার মাধ্যম সম্পর্কে আপনাদের সকল প্রশ্ন দূর করতে সহায়তা করবে। তারপরেও যদি কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন