অনলাইনে কিভাবে ট্রেনের টিকিট কাটবো? How to buy online train ticket

বর্তামান সময়ে সহজে ঘরে বসে অনলাইনে মোবাইল-ফোনের মাধ্যমে টিকিট কিনা যায়। আজ ২০২৩ সালে এসে আমরা সহজেই অনলাইন থেকে টিকিট কাটতে পারি ঘরে থেকেই। এখন আর টিকিট কিনার জন্য টিকিট কাউন্টারে গিয়ে লাইনে দাড়িয়ে থাকার প্রয়োজন হয় না। বর্তমান সময়ে রেল বিভাগ আমাদের জন্য সহজে ঘরে বসে টিকিট কিনার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছে। আজ আমরা এই পোস্টে আলোচনা করবো কিভাবে ঘরে বসে অনলাইনে ফোনের মাধ্যমে টিকিট কিনবো।

অনলাইনে টিকিট কিনার নিয়ম (Rules for buying tickets online) : 

১. প্রথমে প্লেটোর থেকে Rail Sheba App টা ইন্সটল করতে হবে। 


২. App এ ডুকে শুরুতেই Sing Up বা Register করতে হবে। মোবাইল নম্বর, NID Card Number এবং জন্ম তারিখ দিয়ে Register করতে হবে।


৩. রেজিষ্ট্রেশন কমপ্লিট করার পর লগিন করতে হবে যেই নাম্বার দিয়ে একাউন্ট করছেন সেই নাম্বার দিয়ে। 

৪. App এ ডুকে দেখতে পারবেন From ( যেখান থেকে যাত্রা শুরু করবেন) এবং To (যেই জায়গায় যাবেন) লিখা রয়েছে। আপনি যেই স্টেশন থেকে ট্রেনে উঠবেন সেই স্টেশন এর নাম দিবেন From এর জায়গায় এবং যেই স্টেশনে আপনার শেষ গন্তব্য হবে সেই স্টেশন এর নাম দিবেন To এর জায়গায়। Class সিলেক্ট করবেন যেই কেবিন বা কোচ এর টিকিট কাটবেন এবং শেষে তারিখ দিয়ে টিকিট কিনে ফেলবেন। 



৫. এখন আপনি পেমেন্ট করবেন। বিকাশ বা নগত সিলেক্ট করে পেমেন্ট করে দিবেন। এখানে আপনি সহজেই বিকাশ এবং নগতের মাধ্যমে পেমেন্ট করা যায়। 

শেষ কথা

এই অ্যাপ এর মাধ্যমে আপনি সহজেই চেয়ার নাম্বার সিলেক্ট করে টিকিট কিনতে পারবেন। এখানে আপনি ট্রেন সিলেক্ট করে টিকিট কিনতে পারবেন। অনলাইনে আপনি যাত্রার ১০ দিন আগে টিকিট কিনতে পারবেন। এখানে কোনো প্রতারিত হওয়ার সুযোগ নেই আপনার। এখানে আপনি সহজেই দেখতে পারবেন কোন কোচে কয়টা সিট আছে এবং আপনি নিজের পছন্দ মতো সিট নাম্বার সিলেক্ট করে করে কিনতে পারবেন।

keyword: train ticket / online train ticket / train ticket online / train ticket bd / bd train ticket / ট্রেনের টিকিট / ট্রেনের টিকিট ক্রয় / ট্রেনের অগ্রিম টিকেট / অনলাইনে ট্রেনের টিকিট / ট্রেন / ট্রেন টিকিট

Previous Post